গ্রাহক-রাজস্ব আয় বেড়েছে গ্রামীণফোনের

চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রাহকসংখ্যা ও রাজস্ব আয়ে প্রবৃদ্ধিতে রয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 12:24 PM
Updated : 16 July 2018, 12:41 PM

২০১৮ সালের জানুয়ারি-জুন সময়ে গ্রাহকসংখ্যা গত বছরের চেয়ে ৫ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ কোটি ৯২ লাখে উঠেছে।

এই সময়ে গ্রামীণফোনের রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৩৮০ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে এক দশমিক ২ শতাংশ বেশি।

সোমবার প্রকাশিত টেলিযোগাযোগ খাতের শীর্ষ এই কোম্পানি বছরের প্রথমার্ধের আর্থিক ফলাফলের এসব তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি বলেন, ‘বিরূপ আবহাওয়া এবং তীব্র প্রতিযোগিতার কারণে ২০১৮ সালের প্রথমার্ধ ছিল খুবই কঠিন। তবুও আমরা স্বাস্থ্যকর প্রবৃদ্ধি এবং মার্জিন বজায় রাখতে পেরেছি।

“আমরা ২০ লাখ ফোরজি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছি এবং গ্রাহকদের সেরা অভিজ্ঞতা দিতে আমাদের নেটওয়ারর্ক বিস্তার ও আধুনিকায়নের কাজ পরিকল্পনামাফিক এগিয়ে চলছে। আমাদের সুসংহত ভয়েস ও প্রতিযোগিতামূলক ডাটা অফার গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়েছে।’

একনজরে গ্রামীণফোনের ২০১৮ সালের প্রথমার্ধ

>> জুন ২০১৮ এর শেষে মোট গ্রাহকসংখ্যা ৬ কোটি ৯২ লাখ, যার মধ্যে ৩ কোটি ৪৫ লাখ ইন্টারনেট ব্যবহারকারী

>> রাজস্ব আয় ৬ হাজার ৩৮০ কোটি টাকা, আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি এক দশমিক ২ শতাংশ

>> করপরবর্তী নিট মুনাফা ২৬ শতাংশ মার্জিনসহ এক হাজার ৭২০ কোটি টাকা, শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১২ টাকা ৭৪ পয়সা

>> ফোরজি লাইসেন্স, স্পেকট্রাম, প্রযুক্তি নিরপেক্ষতা ফি এবং নেটওয়ার্ক কাভারেজ ও সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ ২ হাজার ৫৪০ কোটি টাকা

>> রাষ্ট্রীয় কোষাগারে অবদান ৪ হাজার ৭৯০ কোটি টাকা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডাটা থেক অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি ছিল ২১ দশমিক ১ শতাংশ আর ভয়েস থেকে অর্জিত রাজস্বের প্রবৃদ্ধি হয় ২ দশমিক ৪ শতাংশ।

গত প্রান্তিক থেকে অনুসৃত নতুন অ্যাকাউন্টিং নিয়মাবলীকে আমলে নিয়ে গত বছরের তুলনায় মোট রাজস্ব প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ৬ শতাংশ।

গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, “বছরের প্রথমার্ধে গ্রামীণফোনের ইবিআইটিডিএ এবং মার্জিন দুটোই বেড়েছে। বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও আমরা ইতিবাচকভাবে ২০১৮- এর প্রথমার্ধ শেষ করতে পেরেছি।

“আমি আনন্দের সাথে জানাচ্ছি, যে গ্রামীণফোনের বোর্ড পরিশোধিত মূলধনের ১২৫ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছে।”