সিঙ্গাপুরে চিকিৎসায় ‘বিশেষ ছাড়’ শাহজালাল ব্যাংকের কার্ডধারীরা

সিঙ্গাপুর হেল্থ সার্ভিস (সিং হেল্থ) বাংলাদেশের প্রতিনিধি মেডিকনসাল্টের মাধ্যমে সিঙ্গাপুরে চিকিৎসায় বিশেষ সেবা ও ছাড় পাবেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ডধারীরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2018, 02:44 PM
Updated : 15 July 2018, 02:44 PM

রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে মেডিকনসাল্ট এসোসিয়েটের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করে বেসরকারি ব্যাংকটি।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এম আখতার হোসেন এবং মেডিকনসাল্ট এসোসিয়েটের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান  নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কার্ড হোল্ডারগণ সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, ন্যাশনাল ক্যন্সার সেন্টার সিঙ্গাপুর, ন্যাশনাল হার্ট সেন্টার সিঙ্গাপুর, ন্যাশনাল নিউরোসাইন্স ইন্সটিটিউট সিঙ্গাপুর, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার-এ বিশেষ সেবা ও ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।”

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ্জাহান সিরাজ, আব্দুল আজিজ, মুশ্তাক আহমেদ ও মিয়া কামরুল হাসান চৌধুরী, এসইভিপি নাজিমউদ্দৌলা, এসইভিপি ও আইটি বিভাগের প্রধান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, এসইভিপি মাহমুদুল হক, ইভিপি আশফাকুল হক, এসভিপি নকিবুল ইসলাম, এসভিপি ও জনসংযোগ বিভাগের প্রধান সামছুদ্দোহা, সিএফও জাফর ছাদেক, এডিসি (কার্ড) প্রধান ফকরুল ইসলাম, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ভাসকুলার সার্জন ডাঃ চং টিটি,  সিংহেল্থ গ্রুপের সিনিয়র কো-অর্ডিনেটর ওয়েন, মেডিকনসাল্টের পেশেন্ট কেয়ার এন্ড ভিসা এসিসট্যেন্স ব্যবস্থাপক রিয়াদ কবির উপস্থিত ছিলেন।