নভোএয়ারে ৬৮টি আসনের নতুন উড়োজাহাজ

৬৮টি আসনের এটিআর ৭২-৫০০ মডেলের অত্যাধুনিক  উড়োজাহাজ যুক্ত হয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 02:34 PM
Updated : 8 July 2018, 02:34 PM

এ নিয়ে নভোএয়ারের উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ছয়টিতে।

রোববার বেলা সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই উড়োজাহাজটি অবতরণ করে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন উড়োজাহাজ দিয়ে নভোএয়ার শিগগিরই বরিশালে ফ্লাইট চালুসহ অন্যান্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা করেছে।

নভোএয়ার বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রাম রুটে প্রতিদিন ৬টি, কক্সবাজারে ৪টি, যশোরে ৩টি, সিলেটে ১টি, সৈয়দপুরে ৪টি, রাজশাহীতে ১টি এবং কলকাতায় ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।

২০১৩ সালের জানুয়ারি থেকে নভোএয়ারের যাত্রা শুরু হয়।