দাবি নিয়ে অর্থমন্ত্রীর দপ্তরে বেসিস

তথ্যপ্রযুক্তি নির্ভর সেবায় ভ্যাট অব্যাহতির দাবি নিয়ে অর্থমন্ত্রীর দপ্তরে সংশোধিত বাজেট প্রস্তাব দিয়ে এসেছে বেসিস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2018, 05:07 PM
Updated : 21 June 2018, 05:07 PM

তারা দেশীয় সফটওয়্যার শিল্পকে প্রাধান্য দিতে বিদেশ থেকে আমদানি করা সফটওয়্যারে ভ্যাট বহালের দাবিও জানিয়েছে।

বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় দেশের সফটওয়্যার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বেসিসের সভাপতি আলমাস কবীর এসব দাবি উত্থাপন করেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি ও আইসিটি) ফিরোজ শাহ আলম উপস্থিত ছিলেন।

বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আলমাস কবীর দেশে উৎপাদিত সফটওয়্যার শিল্পকে বাঁচাতে কম্পিউটার সফটওয়্যারের আমদানি শুল্ক না কমিয়ে বরং তা বাড়ানোর প্রস্তাব করেন।

প্রস্তাবিত বাজেটে অপারেটিং সিস্টেম, ডাটাবেইস, ডেভেলপমেন্ট টুলস এবং সিকিউরিটি সফটওয়্যার আমদানির উপর থেকে শুল্ক কমানো হয়েছে। তবে তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার ( আইটিএস) উপর ভ্যাট ৫ শতাংশ করা হয়েছে।

বেসিস সদস্যরা তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার উপর থেকে ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহারের অনুরোধ করেন।

আলমাস কবীর জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতি সনদ সংগ্রহ করতে নানা জটিলতার কথা তুলে ধরে এই প্রত্যয়নপত্র ইস্যু করার দায়িত্ব বেসিসকে দেওয়ার প্রস্তাব করেন।