ফুডপান্ডার বিল মেটানো যাবে ইবিএল স্কাইপেতে

অনলাইনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডায় অর্ডার করা খাবারের দাম পেমেন্ট গেইটওয়ে সার্ভিস ‘ইবিএল স্কাইপে’ ব্যবহার করে পরিশোধ করতে পারবেন ব্যাংকটির গ্রাহকরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 04:58 PM
Updated : 22 May 2018, 04:58 PM

ইবিএল স্কাইপে মূলত মাস্টারকার্ড চালিত একটি পেমেন্ট গেটওয়ে সেবা। ইবিএল কার্ডধারীরা এখন ফুডপান্ডা থেকে কেনা খাবারের মূল্য অনলাইনে পেমেন্ট করতে পারবেন। ইবিএল স্কাইপের মাধ্যমে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এই অনলাইন পেমেন্ট প্রসেস করবে।

এ বিষয়ে মঙ্গলবার ফুডপান্ডার সঙ্গে গুলশানে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয় বলে ইবিএলের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ফুডপান্ডার ব্যবস্থাপনা পরিচালক জুবায়ের বি এ সিদ্দিকী এবং ইবিএলের রিটেইল ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার।

দুই প্রতিষ্ঠানের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুডপান্ডার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজার মাসরুর রহিম সাদাত,পাটর্নারশিপ অ্যান্ড পিআর ম্যানেজার সাকেরিনা খালেদ, হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল ব্যাংকিং রাসেল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।