ঈদে ৫৫টি মডেলের ফ্রিজ আনছে ওয়ালটন

ঈদ সামনে রেখে গ্রাহকদের চাহিদা মেটাতে এই রমজানে ৫৫টি মডেলের ফ্রিজ আনার ঘোষণা দিয়েছে ওয়ালটন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 04:14 PM
Updated : 22 May 2018, 04:14 PM

বরাবরের মতো এবারও ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশীয় এই ইলেকট্রনিক্স প্রতিষ্ঠানটি।

ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী এবার তারা দুই লাখ ইউনিট ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, যা গত বছরের রমজান মাসের তুলনায় ৩০ শতাংশ বেশি।

নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে এবার রমজান মাসে ওয়ালটন বাজারে এনেছে  ৫৫টি মডেলের ফ্রস্ট, নন-ফ্রস্ট ও ডিপ ফ্রিজ।

ওয়ালটনের বিপণন কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন আসা ৫৫ মডেলের মধ্যে রয়েছে ‘সর্বার্ধুনিক’ প্রযুক্তিতে তৈরি ৪১টি ফ্রস্ট ও ৮টি নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।

এছাড়াও ২৪ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ হাজার ৮০০ টাকার মধ্যে পাওয়া যাবে নতুন ছয়টি মডেলের ডিপ ফ্রিজ।

নতুন মডেলের ফ্রিজ নিয়ে প্রতিষ্ঠানটির ফ্রিজ গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান প্রকৌশলী তাপস কুমার মজুমদার বলেন, “ওয়ালটন ফ্রিজের দরজায় ব্যবহার করা হয়েছে ৯-লেয়্যার ভিসিএম ডোর। এর ফলে সহজে মরিচা ও দাগ পড়ে না। ডোর হয় দীর্ঘস্থায়ী ও উজ্জ্বল।”

ওয়ালটন ফ্রিজ নিজস্ব কারখানায় তৈরি হচ্ছে জানিয়ে ওয়ালটনের নির্বাহী পরিচালক ও সেলস বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রিজওয়ানা বলেন, “এসব ফ্রিজে ব্যবহার করা হচ্ছে বিশ্ব স্বীকৃত সম্পূর্ণ পরিবেশবান্ধব এইচএফসি গ্যাসমুক্ত আর৬০০এ রেফ্রিজারেন্ট।”