চৌধুরী সারোয়ার ইস্টার্ন ব্যাংকের নতুন ডিএমডি

বেসরকারি ইস্টার্ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন চৌধুরী এমএ কিউ সারোয়ার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 01:58 PM
Updated : 4 April 2018, 01:58 PM

এর আগে তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশের কন্সালটেন্ট ছিলেন।

বুধবার ইস্টার্ন ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিংয়ে ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সারোয়ার ব্যাংকিং শিল্পে ইন্টারনাল কন্ট্রোল ও কমপ্লায়েন্স কার্যক্রমের উন্নয়নে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন।

শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে তিনি আইএফআইসি ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, সিটি ব্যাংক এনএ এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন।

চৌধুরী সারোয়ার এসসিবির হেড অব লিগ্যাল অ্যান্ড কমপ্লায়েন্স এবং সিটি ব্যাংক এনএ-এর হেড অব কমপ্লায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সারোয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ও মাস্টার্স সম্পন্ন করেছেন।

তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংকার্সের আজীবন সদস্য; বাংলাদেশ সোসাইটি অব হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও লাইফ ফেলো এবং ইন্সটিটিউট অব ইন্টারনাল অডিটরস, ইউএসএ-এর বাংলাদেশ চ্যাপ্টারের সদস্য।