উন্নত গ্রাহকসেবা দিতে ‘ও ভাই’র ‘ওরিয়েন্টেশন’

রাইড শেয়ারিং সেবা ‘ও ভাই সল্যুশন্স লিমিটেড’ নিজেদের নিবন্ধিত চালকদের জন্য ‘ওরিয়েন্টেশন কর্মসূচি’ পরিচালনা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 01:31 PM
Updated : 3 April 2018, 01:31 PM

গাড়ি, সিএনজি অটোরিকশা ও মোটরবাইকের ৮০০ চালক সম্প্রতি ঢাকার কচিকাঁচার মেলা মিলনায়তনে এ ওরিয়েন্টেশন কর্মসূচিতে অংশ নেয়  বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চালকদের প্রশিক্ষণ দেওয়া এবং নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের উদ্দেশ্যেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘ও ভাই’ রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠানটি বর্তমানে স্মার্টফোনের অ্যাপের মাধ্যমে অনডিমান্ড মোটরবাইক, গাড়ি, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা সেবা দিচ্ছে।