ভিভোর ভি৯ মডেলের স্মার্টফোনের মোড়ক উন্মোচন

স্মার্টফোন ব্র্যান্ড ভিভোর ভি৯ মডেলের স্মার্টফোনের মোড়ক উন্মোচন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 April 2018, 01:26 PM
Updated : 3 April 2018, 01:26 PM

সোমবার রাজধানীর লো মেরিডিয়ান হোটেলের স্কাই বলরুমে ভিভো’র এআই পাওয়ারড (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্বলিত এ স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মঙ্গলবার থেকে পার্ল ব্ল্যাক এবং সোনালী এই দুই রঙের ভি৯ স্মার্টফোনটি দেশের বাজারে পাওয়া যাবে ২৯ হাজার ৯৯০ টাকায়।

ভিভো ভি৯ স্মার্টফোনটি দর্শকের সামনে উপস্থাপন করেন ভিভো বাংলাদেশের সিইও ডু বাউহুয়া।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভিভো ভি৯ স্মার্টফোনটি এমন ভাবে ডিজাইন করা হয়েছে, যা এআই পাওয়ারড (কৃত্রিম বুদ্ধিমত্তা) সম্বলিত হওয়ায় নিখুঁত শর্টের মাধ্যমে নিখুঁত ছবি ধারণ করা সম্ভব। এছাড়াও ফোনটিতে ব্যবহার করা হয়েছে এআই ফেস বিউটি, এআই স্মার্ট ইঞ্জিন ও এআই সেলফি লাইটেনিং এর মত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি এবং সাথে ৫ জি এবং পর্দার ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তি।

অভিনেত্রী নুসরাত ফারিয়ার পরিবেশনার সঙ্গে অভিনেতা তাওসিফ মাহবুব, অভিনেত্রী শবনব ফারিয়া, গ্লোবাল টিমের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।