সাতক্ষীরার ২০ স্কুলে স্যানিটেশন কমপ্লেক্স

দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরার ২০টি স্কুলে কোকা-কোলার সহযোগিতায় ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট স্যানিটেশন ফ্যাসিলিটিজ’ চালু হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2018, 01:32 PM
Updated : 22 March 2018, 01:32 PM

সম্প্রতি কোকা-কোলা বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শাদাব খান এসব স্কুলে স্যানিটেশন কমপ্লেক্সের উদ্বোধন করেন।

কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের মার্চের মধ্যে এসব কমপ্লেক্স তৈরি করা হয়।

ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খায়রুল ইসলামসহ কোকা-কোলা বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।