৩০% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মার্সেলের

ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের ব্র্যান্ড মার্সেল চলতি বছর ৩০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 07:02 PM
Updated : 18 March 2018, 07:02 PM

রোববার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে নতুন নতুন সেলস ও সার্ভিস পয়েন্ট চালুর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। গ্রাহকরা যাতে ঘরে বসেই সেবা পেতে পারেন সেজন্য বিক্রয়োত্তর সেবায় চালু হয়েছে অন-লাইন কার্যক্রম।

এ বছর ৫০ মডেলের রেফ্রিজেরেটর এবং বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে মার্সেল বাজারে এনেছে এলইডি ও স্মার্ট টিভি। 

মার্সেল বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, এবছর স্থানীয় বাজারে মার্সেলের রয়েছে অর্ধ-শতাধিক ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ও হোম অ্যাপ্লায়েন্সেস।

এছাড়াও স্থানীয় বাজারে মার্সেলের রয়েছে অর্ধশতাধিক ফ্রস্ট, নন-ফ্রস্ট রেফ্রিজারেটর ও ফ্রিজার। যুক্ত হয়েছে সাধারণ ফ্রিজের চেয়ে ৫০ শতাংশের বেশি বিদ্যুৎ সাশ্রয়ী ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর।

মার্সেল বিপণন বিভাগের প্রধান মো. সাখাওয়াৎ হোসেন বলেন, “চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পণ্য বিক্রি হয়েছে। এর মধ্যে এখন শুরু হয়েছে ফ্রিজ, এসিসহ অন্যান্য শীতলীকরন যন্ত্র বিক্রির প্রধান মৌসুম। এই সময়ে বিক্রি আরও কয়েকগুণ বেড়ে যাবে বলে আমরা আশাবাদী।”