আবাসনে ব্যাংক ঋণ বাড়াতে পদক্ষেপ

আবাসন খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে এতদিন ২ শতাংশ প্রভিশন রাখতে হলেও এখন তা ১ শতাংশ রাখলেই চলবে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2018, 04:39 PM
Updated : 22 Feb 2018, 05:50 PM

আবাসন খাতে ঋণের প্রবাহ বাড়াতে নীতিমালায় এই সংশোধন এনেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার এই নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

আবাসন খাতের ঋণ ভোক্তা ঋণ হিসেবে পরিচিত। বাংলাদেশ ব্যাংকের এতদিন নির্দেশনা ছিল, কোনো ব্যাংক তার মোট বিতরণ করা ঋণের ২ শতাংশের বেশি আবাসন খাতে দিতে পারবে না।

এই হার শিথিল করে অর্ধেকে নামিয়ে আনায় ব্যাংকগুলো এখন আবাসন খাতে আগের চেয়ে বেশি ঋণ দিতে পারবে।

নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকগুলো যেন আবাসন খাতে আরও বেশি বিনিয়োগ করতে পারে সেজন্যই এ সুবিধা দেওয়া হয়েছে। এতে এই খাত যেমন চাঙা হবে, তেমনি এই খাতের সঙ্গে সম্পৃক্ত অন্য খাতগুলোও গতিশীল হবে।”