খুলনায় বাংলালিংকের ফোর-জি চালু

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক প্রথম অপারেটর হিসেবে খুলনায় আনুষ্ঠানিকভাবে ফোর-জি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 12:51 PM
Updated : 20 Feb 2018, 12:51 PM

বাংলালিংক মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, খুলনা সিটি ইন-এ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি এবং বাংলালিংকের বি টু বি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের আঞ্চলিক পরিচালক এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স।

বাংলালিংক জানায়, ফোরজি নেটওয়ার্ক দ্রুতগতির ইন্টারনেট দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের গ্রাহকদের জন্য উচ্চমানের বাফার-ফ্রি ভিডিও স্ট্রিমিং, ভিডিও কলিং, হাই ফিডেলিটি মিউজিক স্ট্রিমিং, অনলাইন গেইম, সোশাল নেটওয়ার্কিংসহ সব ধরনের সেবা নিশ্চিত করবে।

ফোর-জি সেবা চালুর পাশাপাশি সম্প্রতি বাংলালিংক ২১০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫ মেগাহার্টজ তরঙ্গ এবং ১৮০০ মেগাহার্টজ ব্যান্ডের ৫.৬ মেগাহার্টজ তরঙ্গ নিয়েছে।