শিক্ষা প্রতিষ্ঠানের ফি বিকাশে পরিশোধে নেটিজেনের সঙ্গে চুক্তি

দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধের সুযোগ দিতে এডুকেশন সফটওয়্যার ম্যানেজমেন্ট কোম্পানি নেটিজেন আইটি লিমিটেডের সঙ্গে একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 11:49 AM
Updated : 19 Feb 2018, 11:49 AM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এলজিইডি ভবনে বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার মিজানুর রশিদ এবং নেটিজেন আইটির ম্যানেজিং ডিরেক্টর রায়হান নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় সারাদেশে নেটিজেন আইটির এডুম্যান সফটওয়্যার ব্যবহার করে পাঁচ হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের ফি বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাবে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক দেলওয়ার হোসেন, বিকাশের  প্রধান নির্বাহী কামাল কাদীর এবং আমরা নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ।