চোখের ছানি সারাবে স্ট্যান্ডার্ড চার্টার্ড-ফ্রেন্ডশিপ

উপকূলীয় এলাকায় ৪০০ চোখের ছানি পড়া মানুষের চোখের সার্জারি করতে ‘ফ্রেন্ডশীপ’ নামক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতায় এসেছে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Jan 2018, 05:51 PM
Updated : 16 Jan 2018, 05:51 PM

মঙ্গলবার রাজধানীর পাঁচ তারকা হোটেলে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা সই অনুষ্ঠান হয়।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

স্টান্ডার্ড চার্টার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় ফ্রেন্ডশিপের ভাসমান হাসপাতাল ‘রঙধনু ফ্রেন্ডশিপ হাসপাতালের(আরএফএইচ) আওতায় পাঁচটি ক্যাম্প স্থাপন করে চলবে এই চিকিৎসা।

অঞ্চলগুলো হচ্ছে পটুয়াখালীর কুয়াকাটা, কক্সবাজারের কুতুবদিয়া, খুলনার মংলা ও চালনা এবং নোয়াখালীর হাতিয়া।

ব্যাংকের সিইও নাসের এজাজ বিজয়কে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সিয়িং ইজ বিলিভিং আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম। এটি ২০০৫ সালে প্রথম ছানি অপারেশন শুরু করে। গত ১৫ বছরে মধ্যে বিভিন্ন দেশে ১৫০ মিলিয়ন লোক সুফল পেয়েছে। তখন থেকে ৬০ হাজার অস্ত্রোপচার হয়েছে।”

এসময় অন্যদের মধ্যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স প্রধান বিটপী দাস চৌধুরী, ফ্রেন্ডশিপের পরিচালক ও স্বাস্থ্য প্রধান গোলাম রসুল ।