বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব মেলা

দেশের স্মার্টফোন ও ট্যাব ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের ডিভাইস পরখ করে দেখার সুযোগ দিতে বৃহস্পতিবার রাজধানীতে শুরু হচ্ছে ‘স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2018, 12:04 PM
Updated : 9 Jan 2018, 12:04 PM

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি)  বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই মেলা উম্মুক্ত থাকবে।

তবে বিকালে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত ।

অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের স্মার্টফোন ও ট্যাব নিয়ে এটি নবম আয়োজন।

মঙ্গলবার এক হোটেলে সংবাদ সম্মেলনে এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দেবে। দর্শকরা আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই করে দেখতে ও কিনতে পারবেন। এছাড়াও থাকবে নানা আয়োজন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় স্যামসাং, টেকনো, শাওমি, উই, হুয়াওয়ে, এলজি স্মার্টফোন, অপ্পো, সিম্ফনি, লাভা, নকিয়া, লেনোভো, আসুস জেনফোন, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্স, ডিসিএল, ডিটেল, এডাটা, কিকসা ডটকম, আজকের ডিল, বিজয় ডিজিটালসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।