এফবিসিসিআই-এর শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভা

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির (মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ) সভা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2018, 02:37 PM
Updated : 7 Jan 2018, 02:37 PM

রোববার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ওই সভায় শিক্ষাক্ষেত্রে দেশের বর্তমান পরিস্থিতি এবং সার্বিক সমস্যা নিয়ে আলোচনা হয়।

এফবিসিসিআই সভাকক্ষে ওই সভায় কমিটির পক্ষ থেকে আগামীতে ‘মানসম্পন্ন শিক্ষায় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন’ নিয়ে সেমিনার আয়োজনের সিদ্ধান্ত হয়।

সেইসঙ্গে ‘মানসম্পন্ন ও চাকরির উপযুক্ত শিক্ষাপদ্ধতি’ নিয়েও সেমিনার আয়োজনের সিদ্ধান্ত নেয় কমিটি।

কমিটির চেয়ারম্যান সুমন তালুকদারের সভাপতিত্বে এ সভায় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মুনতাকিম আশরাফ এবং কমিটির ডাইরেক্টর ইন চার্জ গোলাম মঈনুদ্দিন উপস্থিত ছিলেন।