বাংলাদেশে ‘বড় বিনিয়োগ’ করতে যাচ্ছে ‘টোটাল’

ফ্রান্সের তেল গ্যাস কোম্পানি টোটাল বাংলাদেশে তাদের ব্যবসা সম্প্রসারণ করতে ‘বড় বিনিয়োগ’ করবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

সুমন মাহবুব, প্যারিস থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 03:45 PM
Updated : 13 Dec 2017, 03:52 PM

প্যারিস সফররত শেখ হাসিনার সঙ্গে দেখা করে টোটালের ভাইস প্রেসিডেন্ট ফিলিপ সেকে একথা বলেছেন বলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান।

বুধবার সকালে এই বৈঠকের পর শহীদুল হক বলেন, “এলপিজি ও এলএনজি খাতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই কোম্পানির একটা বড় বিনিয়োগ বাংলাদেশে যাবে বলে ফিলিপ সেকে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন।

“তারা বাংলাদেশে তাদের ব্যবসা আরও বড় করতে চায়।”

বিশ্বের ১৩০টি দেশে ব্যবসা করে যাওয়া ফ্রান্সভিত্তিক বহুজাতিক কোম্পানি টোটাল ২০০২ সাল থেকে বাংলাদেশে কাজ করছে টোটালগ্যাজ নামে।

বাংলাদেশের সবচেয়ে বড় এলপিজি আমদানি করে টোটালগ্যাজ। চট্টগ্রামের সীতাকুণ্ডে তাদের একটি কারখানা রয়েছে। ওই কারখানাটি প্রায় দ্বিগুণ করার কথা সেকে বলেছেন বলে শহীদুল হক জানান।

থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ফন শাইকও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।

ফরাসি এই কোম্পানি বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু’ তৈরি করছে।

শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট মার্টিন ফন শাইক- ছবি: ইয়াসিন কবির জয়

শাইক প্রধানমন্ত্রীকে জানান, আগামী বছরের মার্চে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এই উপগ্রহ উৎক্ষেপণ করা হবে।

উৎক্ষেপণের সময় ফ্লোরিডায় উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানান থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট।