মালামাল পরিবহনের জন্য গাড়ি মিলবে অ্যাপে

পণ্য ও মালামাল স্থানান্তরের জন্য যানবাহন সেবা ‘গাড়ি টেকনোলজি’ চালু করেছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান বিডিক্যাবস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2017, 12:30 PM
Updated : 13 Dec 2017, 12:30 PM

সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুল কংগ্রেস সেন্টারে দেশটির অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে হয়ে যাওয়া ‘টার্কি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ উইক’ সম্মেলনে এই সেবা চালুর ঘোষণা দেয় বিডিক্যাবসের মালিক প্রতিষ্ঠান এশিয়ান ইনফরমেশন টেকনোলজি লিমিটেড (এআইটিএল)।

বুধবার এআইটিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ানসহ ৩১ দেশের প্রতিনিধির উপস্থিতে বিডিক্যাবসের চিফ টেকনোলজি অফিসার এস এম হাফিজুর রহমান সম্মেলনে গাড়ি টেকনোলজির বিস্তারিত তুলে ধরেন।

এই সেবার আওতায় মালামাল ও পণ্য পরিবহনের জন্য ট্রাকসহ বিভিন্ন যানবাহন দেবে বিডিক্যাবস।