বিটকয়েনের অনুমোদন এখই নয়: ডেপুটি গভর্নর

বাংলাদেশে খুব শিগগির বিটকয়েন বা এর মতো কোনো ডিজিটাল মুদ্রার বৈধতা দেওয়া হচ্ছে না বলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2017, 06:39 PM
Updated : 9 Dec 2017, 06:39 PM

ডিজিটাল ওয়ার্ল্ড উপলক্ষে শনিবার আয়োজিত ‘ডিজিটাল কারেন্সি অপার্চুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ ইন বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ছবি- রয়টার্স

এসকে সুর চৌধুরী বলেন, “আমরা গবেষণা করে দেখছি, কীভাবে এ ধরনের ডিজিটাল কারেন্সি বাংলাদেশে ঝুঁকি কমিয়ে চালু করা যায়। কিন্তু এখন পর্যন্ত আমরা এর বৈধতা দেইনি এবং সহসা এর বৈধতা দেওয়ারও কোনো সুযোগ নেই।”

বিটকয়েন এক ধরনের ডিজিটাল মু্দ্রা, যা মূলত অনলাইন জগতে অনেকটা শেয়ার বা মুদ্রার মতো লেনদেন হয়। সাম্প্রতিক সময়ে এই ডিজিটাল মুদ্রার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে।

এক বছর আগে বিটকয়েনে ৮০০ ডলারের মতো বিনিয়োগকারী এখন প্রায় ১৬ হাজার ডলারের মালিক।

বাংলাদেশ ব্যাংকের মহা-ব্যাবস্থাপক দেব দুলাল রায় বলেন, “বাংলাদেশে বিটকয়েন বৈধ না হলেও আমরা খবর পাচ্ছি, যারা বাংলাদেশে অবৈধ টাকার মালিক তারা বিভিন্ন মাধ্যমে বিটকয়েনে বিনিয়োগ করছেন।”