এলপিজি আমদানি করতে জাহাজ কিনেছে বেক্সিমকো পেট্রোলিয়াম

বাংলাদেশে প্রথমবারের মতো এলপিজি আমদানির জন্য জাহাজ কিনেছে বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বেক্সিমকো পেট্রোলিয়াম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 01:22 PM
Updated : 20 Nov 2017, 01:22 PM

ডিসেম্বরের শুরুর দিকে জাহাজটি প্রথম এলপিজির চালান নিয়ে বাংলাদেশে আসবে বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বেক্সপেট্রো-১ নামের জাহাজটি ২৭০০ মেট্রিক টন এলপিজি ধারণ ক্ষমতার।

আমদানিকৃত এলপিজি জাহাজটি সরাসরি বেক্সিমকো পেট্রোলিয়ামের কারখানায় সরবরাহ করবে। একই ধরনের আরো দুটি জাহাজ কেনার প্রক্রিয়াধীন রয়েছে।

বেক্সিমকো পেট্রোলিয়াম ইতিমধ্যে ইনডেক্স পাওয়ার অ্যান্ড এনার্জির (একটি বেক্সিমকো কোম্পানি) সহযোগিতায় মোংলায় ৩০০০ মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি এলপিজি প্ল্যান্ট স্থাপন করেছে।