দারাজে মিলবে জেনারেল মোবাইল সেট

অনলাইন শপিং প্লেস দারাজজেনারেল মোবাইল সেট বিক্রি শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2017, 06:43 PM
Updated : 12 Oct 2017, 06:43 PM

তুরস্ক থেকে সরাসরি আমদানির মাধ্যমে দারাজ বাংলাদেশে এই পণ্যটি বাজারজাত করছে।

বৃহস্পতিবার জেনারেল মোবাইল সেটের দুটি মডেলের মোড়ক উম্মোচন করা হয় রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে।

অনুষ্ঠানে জানানো হয়, জিএম-৫ এবং জিএম-৬ মডেলের দুটি মোবাইল সেট দারাজে পাওয়া যাবে ৯ হাজার ৯৯০ ও ১৩ হাজার ৯৯০ টাকায়।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে দারাজ ডটকমের এমডি সাঈদ মোস্তাহিদাল হক বলেন, যুক্তরাষ্ট্রের জেনারেল মোবাইল কোম্পানির স্বত্ব তুরস্কের তেলপা টেকনোলজি লিমিটেড কিনে নেয়। এরপর কোম্পানিটি মোবাইল তৈরি করে বিশ্বের বিভিন্ন দেশে মোবাইল সরবরাহ করছে।

“২০১৪ সালে দারাজ ডটকম প্রতিষ্ঠার পর থেকে আমরা গ্রাহকদের হাতে সাশ্রয়ী কিন্তু মানসম্পন্ন মোবাইল ফোন পৌঁছানোর চেষ্টা করি। শেষ পর্যন্ত জেনারেল মোবাইল সেই মানের একটি মোবাইল, যেটা সাশ্রয়ীও আবার মানসম্পন্ন।”

এ মোবাইল কোনো দোকানে পাওয়া যাবে না, শুধু অনলাইনে বিক্রি করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত তেলপা টেকনোলজি লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মেহমেত সেবেকেত কারাদিবলেন, “এটি তুরস্কের সবচেয়ে জনপ্রিয় মোবাইলের একটি। আমরা এ পর্যন্ত ৩০টি দেশে এ মোবাইল বাজারজাত করছি।বাংলাদেশ ৩১তম দেশ।”