হস্তান্তর চুক্তির শর্ত ভঙ্গ করায় এবং উৎপাদন বন্ধ রাখায় আটটি পাট ও বস্ত্রকল পুনরায় নিজেদের অধীনে নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। এর মধ্যে চারটি পাটকল এবং চারটি বস্ত্রকল।
Published : 27 Jul 2017, 11:28 PM
বৃহস্পতিবার সরকারের এক তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়েছে।
এগুলো হচ্ছে- নরসিংদীর পলাশের ফৌজি চটকল জুট মিলস লিমিটেড, মাদারীপুর টেক্সটাইল মিলস লিমিটেড, ব্রাহ্মণবাড়িয়ার কোকিল টেক্সটাইল মিলস লিমিটেড, মাদারীপুরের এ আর হাওলাদার জুট মিলস লিমিটেউ, চট্টগ্রামের ঈগল স্টার টেক্সটাইল মিলস ও ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলস, ঢাকা জুট মিলস লিমিটেড এবং গাউছিয়া জুট মিলস লিমিটেড।
এই পাট ও বস্ত্রকলগুলো বেসরকারি ব্যবস্থাপনায় যাওয়ার পর চুক্তি অনুযায়ী সরকার, বিজেএমসি, বিটিএমসি ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পাওনাও পরিশোধ করেনি।
চুক্তির শর্ত ভেঙে মালিকরা কারখানার যন্ত্রপাতি ও স্থাপনা সরকারের অজান্তে বিক্রিও করে দেয় বলে তথ্য বিবরণীতে জানানো হয়।