সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়েছে।
Published : 12 Nov 2024, 08:52 AM
ই-কমার্স খাতে ভিসা কার্ড ব্যবহার করে সর্বাধিক লেনদেনের জন্য ‘ভিসা পেমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৪’ পেয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা।
সোমবার কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক্সেলেন্স ইন মার্চেন্ট অ্যাকসেপটেন্স (অনলাইন) ক্যাটাগরিতে তারা এ পুরস্কার পেয়েছে।
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ‘ভিসা লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ ২০২৪’ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
ফুডপ্যান্ডা বাংলাদেশের ডিরেক্টর অব ফাইন্যান্স জামাল ইউসুফ জুবেরি বলেন, “সর্বাধিক অনলাইন লেনদেনের জন্য ভিসার পক্ষ থেকে এই সম্মাননা পেয়ে আমরা গর্বিত।
“ডিজিটাল খাতে উদ্ভাবন এবং গ্রাহকদের জন্য নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করার জন্য আমাদের প্রচেষ্টাকে এ সম্মাননার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে।’’
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের পরিচালক রাফেজা আখতার কান্তা, ঢাকায় মার্কিন দূতাবাসের ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন সার্ভিস অফিসার জেমস গার্ডিনার, ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা, ভিসা ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।