এ সেবা যোগ হওয়ার ফলে একজন গ্রাহক অন্য একজন গ্রাহককে টাকা পাঠাতে অনুরোধ করতে পারবেন।
Published : 04 Nov 2024, 09:32 PM
মোবাইলে আর্থিক সেবাদাতা কোম্পানি বিকাশ আরেকটি সেবা চালু করেছে; প্রয়োজনে যেকোনো সময় ‘রিকোয়েস্ট মানি’ সেবা নিতে পারবেন গ্রাহকরা।
এ সেবা যোগ হওয়ার ফলে একজন গ্রাহক অন্য একজন গ্রাহককে বিকাশে টাকা পাঠাতে অনুরোধ করতে পারবেন বলে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কোম্পানিটি।
তবে একদিনে সর্বোচ্চ ১০ জনকে (ব্যক্তি রিকোয়েস্ট এবং গ্রুপ রিকোয়েস্ট মিলিয়ে) অনুরোধ পাঠানো যাবে। টাকার সর্বোচ্চ পরিমাণ হবে আড়াই হাজার এবং সর্বনিম্ন ১০০ টাকা।
অনুরোধ পাওয়ার পর ওই গ্রাহক টাকা পাঠানোর পাশাপাশি তা বাতিলের সুযোগও পাবেন। ‘রিকোয়েস্ট মানি’ করার ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সেবাটি পেতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সেন্ড মানি রিকোয়েস্ট করতে হবে।