রোজার আগে সরকারি চিনির দামে বড় লাফ

খোলা বাজারে প্রতি কেজি চিনি ১৪০ টাকার পরিবর্তে এখন তা ১৬০ টাকায় বিক্রি হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2024, 01:11 PM
Updated : 22 Feb 2024, 01:11 PM

আসন্ন রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার কথা বলা হলেও সরকারি চিনির দাম কেজিতে একলাফে ২৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আর খুচরা পর্যায়ে কেজিতে বাড়ানো হয়েছে ২০ টাকা।  

আন্তর্জাতিক ও দেশীয় বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যের কথা বলে দেশীয় আখ থেকে উৎপাদিত সরকারি চিনির এই দাম নির্ধারণ করে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।

এতে বলা হয়েছে, এক কেজি চিনির প্যাকেটের মিলগেট মূল্য ১৩০ টাকার পরিবর্তে এখন হবে ১৫৫ টাকা।

আর খোলা বাজারে প্রতি কেজি চিনি ১৪০ টাকার পরিবর্তে এখন তা ১৬০ টাকায় বিক্রি হবে।

এছাড়া সরকারি খোলা চিনি মিলগেটে প্রতিকেজি ১২৫ টাকার পরিবর্তে ১৫০ টাকা এবং ডিলার পর্যায়ে ১৩২ টাকার পরিবর্তে ১৫৭ টাকায় বিক্রি হবে।

গত অগাস্টে বেসরকারি চিনিকল মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী, বাজারে এখন প্রতিকেজি খোলা চিনি ১৩০ টাকা এবং প্যাকেট চিনি ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।