৩০০ বিদ্যুৎ মিস্ত্রিকে প্রশিক্ষণ দিল বিজলী কেবলস

‘বিজলী কারিগর স্বপ্নপূরণ’ কর্মসূচির আওতায় তিনটি ক্যাটাগরিতে তাদের সার্টিফিকেটও দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2023, 02:38 PM
Updated : 17 May 2023, 02:38 PM

বিদ্যুৎ মিস্ত্রিদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিয়েছে প্রাণ আরএফএলের কেবল ব্র্যান্ড ‘বিজলী’।

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকার একটি হোটেলে ‘বিজলী কারিগর স্বপ্নপূরণ’ কর্মসূচির আওতায় বিদ্যুৎ মিস্ত্রিদের কারিগরী এ প্রশিক্ষণ দেওয়া হয়। এতে প্রায় ৩০০ জন বিদ্যুৎ মিস্ত্রি অংশ নেন।

বিজলী কেবলসের হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী বলেন, “প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা অভিজ্ঞরা বিদ্যুৎ মিস্ত্রিদের বাস্তবমুখী প্রশিক্ষণ দেয়। এর ফলে তারা কর্মক্ষেত্রে নিরাপদে কাজ করতে পারবেন।

“আমাদের দেশে অধিকাংশ মিস্ত্রির কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই। ফলে তাদের কাজে কিছুটা ত্রুটি থেকে যায়, যা বৈদ্যুতিক দুর্ঘটনার অন্যতম কারণ। এ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কাজের দক্ষতার উন্নয়ন ঘটবে এবং কাজ হবে ত্রুটিমুক্ত।”

প্রশিক্ষণ শেষে মিস্ত্রিদের মাঝে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়। পাশাপাশি তিন ক্যাটাগরিতে বিদ্যুৎ মিস্ত্রিদের সার্টিফিকেট বিতরণ করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজলী কেবলসের হেড অব সেলস মো. আতিকুর রহমান এবং অপারেশন ম্যানেজার মো. মীর হোসেন ও মো. তানভীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন।=