বুধবার বিকালে রাজধানীর বনানীতে কয়েকজন যুবক নগদ প্রশাসকের পথরোধ করে তার গাড়িতে হামলা করে।
Published : 13 Feb 2025, 09:45 PM
নগদ প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদারের ওপর আক্রমণ এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি নগদ।
এ বিষয়ে নগদের তরফ থেকে বনানী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্সের এভিপি লিংকন মো. লুৎফরজামান সরকার।
তিনি বলেন, “আক্রমণকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন নগদের কর্মকর্তা ও কর্মচারীরা। “
বুধবার বিকালে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে কয়েকজন যুবক নগদ প্রশাসকের পথরোধ করে তার গাড়িতে হামলা করে এবং হাতুড়ি দিয়ে গাড়ির কাচ ভাঙচুর করে। এসময় প্রশাসকের গাড়ির চালক আহত হন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা হিসেবে যাত্রা শুরু করে নগদ। ক্ষমতার পালাবদলের পর নগদে দুর্নীতি-অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত শুরু হয়।
এর ধারাবাহিকতায় নগদের আগের পর্ষদ ভেঙে দিয়ে গত বছরের ২১ অগাস্ট বাংলাদেশ ব্যাংকের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য নগদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়।
পুরোনো খবর
নগদে প্রশাসক দিল বাংলাদেশ ব্যাংক
নগদে এবার 'ব্যবস্থাপনা পর্ষদ' দিল বাংলাদেশ ব্যাংক
নগদে দুপুরে দুদকের অভিযান, বিকালে প্রশাসকের ওপর হামলা