“এই চ্যাম্পিয়ন পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল,” বলেন সন্দ্বীপ বিশ্বাস।
Published : 10 Nov 2024, 04:14 PM
ওয়ালটনের কমার্শিয়াল এয়ার কন্ডিশনার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগ জিতে নিল প্রোজেক্ট ম্যানেজমেন্ট অফিস বা পিএমও অব দ্য ইয়ার পুরস্কার।
শনিবার ঢাকার একটি হোটেলে যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (পিএমআই) বাংলাদেশ চ্যাপ্টার এ পুরস্কার দেয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ওয়ালটন এসি প্রোডাক্টের ডেপুটি চিফ বিজনেস অফিসার (ডিসিবিও) সন্দ্বীপ বিশ্বাস ওই পুরস্কার গ্রহণ করেন।
তিনি বলেন, “বাংলাদেশে ভিআরএফ এবং চিলার এসি উৎপাদনে ওয়ালটন অগ্রদূত। ওয়ালটনের হাত ধরেই বিশ্বে ভিআরএফ এসি উৎপাদকারী নবম দেশ হিসেবে আত্মপ্রকাশ ঘটেছে বাংলাদেশের।
“এই চ্যাম্পিয়ন পুরস্কার প্রাপ্তির মাধ্যমে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। তাছাড়া কাজে আমাদের আরও উৎসাহ যোগাবে।”
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার গালীব বিন মোহাম্মদ, কমার্শিয়াল এসি সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মনিরুজ্জামান বেপারী, কাস্টমার সার্ভিস ম্যানেজমেন্ট বিভাগের চিফ সার্ভিস অফিসার শিবদাস রায়, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান ও পিএমআইয়ের ম্যানেজিং ডিরেক্টর (দক্ষিণ এশিয়া) অমিত গোয়েল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।