৫% ভ্যাটে ভোজ্য তেল আমদানির সুযোগ আরও তিন মাস

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুবিধা বহাল রাখার সিদ্ধান্ত জানিয়েছে এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2022, 06:03 PM
Updated : 6 Oct 2022, 06:03 PM

দাম নিয়ন্ত্রণে রাখতে ভোজ্যতেলের আমদানি পর্যায়ে ভ্যাট রেয়াতের সুবিধা আরও তিন মাস বাড়ানো হয়েছে। 

এর ফলে ব্যবসায়ীরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ ভ্যাট দিয়ে ভোজ্য তেল আমদানির সুযোগ পাবেন, তাদের ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে না। 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জারি করা এক প্রজ্ঞাপনে এই সুবিধা অব্যাহত রাখার কথা জানিয়ে বলা হয়, ১ অক্টোবর থেকেই তা কার্যকর হবে।

ভোজ্য তেলের বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে এ বছরের ১৪ মার্চ আমদানি পর্যায়ের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথা জানায় এনবিআর। সে সময় তিন মাসের জন্য এ সুবিধা দেওয়া কথা বলা হয়েছিল। 

এরপর ভোজ্যতেলের দাম না কমায় ২৮ জুন এনবিআর এ সুবিধা সেপ্টেম্বর পর্যন্ত বাড়ায়। কিন্তু এখনো দেশের বাজারে প্রতিলিটার সয়াবিন তেলের দাম ১৯২ টাকা। 

এ পরিস্থিতিতে বাণিজ্যমন্ত্রণালয় কর রেয়াত সুবিধা আগামী বছরের জুন পর্যন্ত অব্যাহত রাখার জন্য রাজস্ব বোর্ডকে চিঠি পাঠায়। তবে এনবিআর আপাতত তিন মাসের জন্য ওই সুবিধার মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করল।