মেলায় হাতের লেখা ও সৃজনশীল লেখার প্রতিযোগিতাও হয়েছে।
Published : 08 Feb 2025, 06:36 PM
বিভিন্ন ভাষায় হাতে লেখা বই নিয়ে নিয়ে রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ফ্রেশ স্টেশনারির আয়োজনে হয়ে গেল মেলা।
ভাষাগত বৈচিত্র এবং শৈল্পিক অভিব্যক্তি উদযাপনে শুক্রবার এ মেলা আয়োজিত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্টিজের (এমজিআই) ব্র্যান্ড ফ্রেশ স্টেশনারি।
মেলায় শিশু এবং শিক্ষার্থীদের পাশাপাশি বইপ্রেমীরা অংশ নেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “ডিজিটাল মিডিয়ার যুগে হাতে লেখার রেওয়াজ তুলে ধরা এবং শিল্প-সাহিত্যকে আরও এগিয়ে নেওয়াই আয়োজনের মূল লক্ষ্য।”
মেলায় হাতের লেখা ও সৃজনশীল লেখার প্রতিযোগিতা হয়। এছাড়া থ্রিলার, অ্যাডভেঞ্চার, কৌতুক, ফ্যান্টাসি, হরর, বৈজ্ঞানিক কল্পকাহিনি, শিশু সাহিত্য এবং আন্তর্জাতিক গল্পসহ আটটি ভিন্ন ধারার সাহিত্যকর্ম প্রদর্শিত হয়।
মেলায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারক ছিলেন আহসান হাবীব, পলাশ মাহবুব, ইমন চৌধুরী, সাদাত হোসাইন, ইস্তিয়াক আহমেদ, সুমন্ত আসলাম ও অনীশ দাস অপু।
এছাড়া মেলার উদ্বোধনী পর্বে ‘ফ্রেশ ইনক ফোর্স’ নামে নতুন একটি কলম উদ্বোধন করা হয়। এ সময় এমজিআইয়ের পরিচালক তাসনিম মোস্তফা ও বিক্রয় বিভাগের (হাইজিন ও স্টেশনারি) জিএম মো. ইয়াছিন মোল্লাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।