শিশু হাসপাতালে একটি ‘বাবল সিপিএপি মেশিন’ ও ‘এলইডি ফটোথেরাপি ইউনিট’ দিয়েছে সুহানা ফাউন্ডেশন।
Published : 27 Jun 2024, 11:12 PM
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে একটি ‘বাবল সিপিএপি মেশিন’ ও ‘এলইডি ফটোথেরাপি ইউনিট’ দিয়েছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন ও সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার সুহানা ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে জানায়, চিকিৎসা সরঞ্জামগুলো মঙ্গলবার শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের হাতে তুলে দেওয়া হয়। এগুলো নবজাতকদের শ্বাসকষ্ট ও জন্ডিসের চিকিৎসায় গুরুত্বপূর্ণ।
সুহানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনিস আহমেদ বলেন, “শিশু হাসপাতালে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।”
২০০৯ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সহযোগিতায় কাজ করছে সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশন।