ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার এবং সাসটেইনেবল কমিউনিটি ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার জয়ের পাশাপাশি সাসটেইনেবল পার্টনারশিপ ও ইনস্টিটিউশন ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে বিকাশ।
Published : 15 Sep 2024, 07:38 PM
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে তিনটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বিকাশ।
রোববার বিকাশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্ডাস্ট্রি, ইনোভেশন ও ইনফ্রাস্ট্রাকচার এবং সাসটেইনেবল কমিউনিটি ক্যাটাগরিতে বিজয়ীর পুরস্কার জয়ের পাশাপাশি সাসটেইনেবল পার্টনারশিপ ও ইনস্টিটিউশন ক্যাটাগরিতে ‘অনারেবল মেনশন’ পেয়েছে বিকাশ।
বিকাশ-এর চিফ প্রোডাক্ট অ্যান্ড টেকনোলজি অফিসার আজমল হুদা ও অন্যান্য সহকর্মীরা পুরস্কার গ্রহণ করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইনটেলিয়ার-এর সহযোগিতায় এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের উদ্যোগে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোম্পানিগুলোকে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসে পুরস্কৃত করা হয়। এবারের আয়োজনে ১৬টি বিজয়ী ও ২৩টি অনারেবল মেনশন পুরস্কার দেওয়া হয় বিভিন্ন কোম্পানিকে।