দেশের পাঁচ জেলায় ছয়টি ফিলিং স্টেশন ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে। আরও দুটি হচ্ছে।
Published : 18 Feb 2024, 06:08 PM
দূরপাল্লার যাত্রী ও চালকদের পাশাপাশি ভ্রমণরত নারী, শিশু ও পর্যটকদের যাত্রাবিরতিকালে আধুনিক সুযোগ সুবিধার সেবা নিয়ে দেশে মডেল ফিলিং স্টেশন ধারণা চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে দেশের পাঁচ জেলার ছয়টি ফিলিং স্টেশন সব ধরনের সুবিধাসহ ইতোমধ্যে সেবা দিতে শুরু করেছে। আরও দুই জেলায় দুটির কাজ চলমান রয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তত্ত্বাবধানে এগুলো গড়ে তোলা হচ্ছে।
বিপিসির অধীনস্ত তিনটি কোম্পানি পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের দুজন করে ডিলার প্রথমবারের মতো এ ধরনের ফিলিং স্টেশন স্থাপনে এগিয়ে এসেছেন।
বাংলাদেশ এ ধরনের ফিলিং স্টেশন স্থাপনের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মান সম্পন্ন ফিলিং স্টেশন নিশ্চিত করা। এগুলোতে অকটেন, পেট্রোল, ডিজেল ও অটোগ্যাস সরবরাহ সুবিধার পাশাপাশি কার ও বাস ধোয়া-পরিষ্কারের ব্যবস্থা, টায়ার পাম্পিং, ব্যাটারি চার্জিং ও লুব্রিক্যান্টস সুবিধা থাকছে।
পর্যাপ্ত গাড়ি পার্কিং ব্যবস্থাসহ মডেল ফিলিং স্টেশনগুলোতে জেনারেটর ও বিশেষ অগ্নি নির্বাপক ব্যবস্থার পাশাপাশি রয়েছে ভিআইপি লাউঞ্জ, রেস্তোরাঁ, সুপারশপ, এটিএম বুথ, নামাজের কক্ষ, মাতৃদুগ্ধ সেবা দান কক্ষ, শিশুদের খেলার জায়গা এবং উন্নত মানসম্পন্ন পুরুষ, মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য পৃথক ওয়াশরুমের সুবিধা।
গাড়ি চালকদের জন্য রয়েছে সম্পূর্ণ আলাদা বিশ্রামাগার (ডরমেটরি) যেখানে বেশ কিছু বেড, লকার, নামাজের স্থান, ওয়াশ রুম, গোসল করার ব্যবস্থাসহ চব্বিশ ঘণ্টা খোলা থাকবে এমন খাবারের দোকান থাকছে।
রোববার সিলেটের ওসমানীনগরে এমন একটি মডেল ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়। মেসার্স হাজী মাসহুদ আলী ফিলিং স্টেশনকে মডেল ফিলিং স্টেশনে উন্নীত করে তা উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
উদ্বোধনকালে তিনি বলেন, মহাসড়কের পাশের ফিলিং স্টেশনগুলো কেমন হবে, শহরের ভেতরে কেমন হবে, উপজেলা পর্যায়ের পেট্রোল পাম্পগুলো কেমন হবে সেই নকশা প্রণয়ন করা হয়েছে। ইতোমধ্যে ছয়টি মডেল পেট্রোল পাম্প স্থাপন হয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। আরও দুটি পেট্রোল পাম্প স্থাপনের কাজ চলমান।
“এখন পেট্রোল পাম্পগুলো হচ্ছে মহাসড়কের পাশে। ধীরে ধীরে আমরা শহরের ভেতরে এবং উপজেলা শহরে মডেল পেট্রোল পাম্প স্থাপনের কাজ শুরু করবো।“
দেশের সব পেট্রোল পাম্পের একটা জিপিএস ম্যাপিংও সরকার করছে বলে জানান তিনি।
কোথায় বসল মডেল ফিলিং স্টেশন
>> সিলেটের ওসমানীনগরে মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন।
>> টাঙ্গাইল সদরের ঘারিন্দায় মেসার্স দি টাঙ্গাইল মডেল ফিলিং স্টেশন।
>> চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরায় মেসার্স ডিএবি ফিলিং স্টেশন।
>> চট্টগ্রামের মীরসরাইয়ে মেসার্স ফারদিন অটো গ্যাস অ্যান্ড ফিলিং স্টেশন।
>> বগুড়ার শেরপুরে মেসার্স নাবিল ফিলিং স্টেশন।
>> নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেসার্স পূর্বাচল মডেল রিফুয়েলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন।
এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুরে মেসার্স সেবা গ্রিন মডেল ফিলিং অ্যান্ড অটো গ্যাস স্টেশন এবং হবিগঞ্জের মাধবপুরে মেসার্স নাদী'স মডেল ফিলিং স্টেশন অ্যান্ড লোইন পয়েন্ট এখনও নির্মাণাধীন।
এক নজরে হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন
রোববার হাজী মাসহুদ আলী ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে ২ দশমিক ২৮ একর জমিতে স্থাপন করা হয়েছে মেসার্স হাজী মাসহুদ আলী মডেল ফিলিং স্টেশন।
এখানে রেস্তোরাঁ, শিশুদের খেলার জায়গা, মাতৃদুগ্ধ সেবাদান কক্ষ, নামাজ কক্ষ, ওজুর জায়গা, নামাজের কক্ষ, এটিএম বুথ, ওয়াশরুম (পুরুষ, মহিলা ও বিশেষ চাহিদা সম্পন্ন), স্বত্বাধিকারীর কক্ষ, ক্যাশ কাউন্টার ও লুব্রিক্যান্টস স্টোর, অফিস, মোবাইল চার্জিং পয়েন্ট, ওয়াটার বডি, মেডিকেল টুল বক্স রয়েছে।
এছাড়া গাড়ি ও বাস ধৌতকরণ, কার টুলস রুম, বাস/ট্রাক টুলস রুম, টায়ার পাম্পিং ও ব্যাটারি চার্জিং, অগ্নি নির্বাপক যন্ত্র, গোসলখানা, চালকের বিশ্রামাগার ও জেনারেটর রুম রয়েছে।
আন্ডারগ্রাউন্ড স্টোরেজে ১৩ হাজার লিটার করে অকটেন ও পেট্রোল, ডিজেল এক লাখ ৪০০ লিটার, অটোগ্যাস ২০ হাজার লিটার মজুদ করা যায়।
ডিসপেনসিং শেডে অকটেন ডিসপেন্সার ২টি (নজেল ৪টি), পেট্রোল ডিসপেন্সার ২টি (নজেল ৪টি), ডিজেল ডিসপেন্সার ১০টি (নজেল ২০টি) ও অটোগ্যাস ডিসপেন্সার ২টি (নজেল ৪টি) রয়েছে।
পার্কিং এলাকায় কার ১৬টি, বাস ও ট্রাক ২৫টি, ফুয়েল আনলোডিং ১টি, ব্যাটারি কার চার্জিং ৪টি, কার সার্ভিস ১টি ও ট্রাক সার্ভিস ১টি রয়েছে।
এছাড়া পাম্পের সুপার শপে ফাস্টফুড, বিভিন্ন ধরনের মিষ্টান্ন ও যাত্রাপথের প্রয়োজনীয় পণ্যাদি রয়েছে।