সেখানে মিলছে বিশেষ মূল্যছাড়।
Published : 03 Oct 2024, 06:01 PM
ঢাকার আফতাবনগরে নতুন বিক্রয়কেন্দ্র চালু করেছে ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড ‘টেস্টি ট্রিট’।
এর মধ্য দিয়ে সারাদেশে ব্র্যান্ডটির ৪০০টি বিক্রয়কেন্দ্র চালু হলো বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রাণ-আরএফএল জানিয়েছে, জন্মদিন ও বিভিন্ন উৎসবের জন্য কেক, পেস্ট্রি, কুকিজ, ডেজার্ট, ফাস্টফুড, মিষ্টান্ন ও বিভিন্ন ধরনের বেকারি পণ্যের জন্য টেস্টি ট্রিট জনপ্রিয়। তবে এবার টেস্টি ট্রিটে যুক্ত হচ্ছে বিভিন্ন স্বাদের কফি। এ কারণে নতুন শোরুমের নামকরণ করা হয়েছে ‘টেস্টি ট্রিট ক্যাফে’।
নতুন বিক্রয়কেন্দ্রটিতে বিশেষ ছাড় মিলছে জানিয়ে টেস্টি ট্রিটের হেড অব বিজনেস ইব্রাহিম খলিল বলেন, “ভোক্তাদের ভালাবাসাই ট্রেস্ট্রি ট্রিটকে এতোদূর নিয়ে এসেছে। আমরা ফুডপ্রেমীদের জন্য টেস্টি ট্রিটে প্রতিনিয়ত নতুন সেবা যোগ করতে কাজ করছি। টেস্টি ট্রিট ক্যাফেতে একসাথে অধিক ক্রেতা বিভিন্ন ধরনের কফির স্বাদে আড্ডায় মেতে উঠতে পারবেন।”
অনুষ্ঠানে টেস্টি ট্রিট’র হেড অব মার্কেটিং সাদাত চৌধুরী, অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার (অপারেশন) আনোয়ার হোসেন এবং ম্যানেজার (অপারেশন) মনোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।