এ অনুষ্ঠানে টেকসই সংস্থা ও সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সততা এবং সুশাসনের গুরুত্ব তুলে ধরা হয়।
Published : 17 Feb 2025, 08:44 PM
‘সাস্টেইনিং ইন্টিগ্রিটি ফর আ রেসিলিয়েন্ট ফিউচার’ প্রতিপাদ্য সামনে রেখে তৃতীয় ‘ইন্টিগ্রিটি ডে’ উদযাপন করেছে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ।
সম্প্রতি দিবসটি উদযাপনের তথ্য দিয়ে সোমবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অনুষ্ঠানে টেকসই সংস্থা ও সমাজ গড়ে তোলার ক্ষেত্রে সততা এবং সুশাসনের গুরুত্ব তুলে ধরা হয় এবং বেসরকারি খাতে সততা এবং নৈতিক আচরণের জন্য সাংগঠনিক সর্বোত্তম অনুশীলনগুলোকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কার্যকর ধারণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের প্রতিপাদ্যের লক্ষ্য অর্থপূর্ণ সংলাপ পরিচালনা করা, উদ্ভাবনী সমাধানের উৎসাহ দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের উদ্যোগকে এগিয়ে নেওয়া এবং সততা বজায় রাখার জন্য সহযোগিতামূলক প্রচেষ্টা জোরদার করা।
২০২৫ সালের এই ‘ইন্টিগ্রিটি ডে’ অথবা শুদ্ধাচার দিবসের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নেটওয়ার্ক প্রতিনিধি ফারুক সোবহান, এসিআই লজিস্টিকসের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির, জাতিসংঘের ইউএনওডিসি’র জাতীয় প্রোগ্রাম সমন্বয়কারী এসএম নাহিয়ান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এজিএম সাত্তিক আহমেদ শাহ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টিগ্রিটি ডে-তে ‘প্রতিটি স্তরে সততা- কর্মীদের নীতিবান নেতা হওয়ার ক্ষমতায়ন’ এবং ‘কর্পোরেট ইন্টিগ্রিটির ভবিষ্যত: পরিবর্তনশীল বিশ্বে শাসনব্যবস্থা গ্রহণ’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা হয়।
প্রথমটির আলোচনায় জুনক্স কনসাল্টিংয়ের সহ-প্রতিষ্ঠাতা ও অংশীদার জুলফিকার হায়দার, উর্মি গ্রুপের সাসটেইনেবিলিটির প্রধান এবিএম ফকরুল আলম এবং ডিবিএল গ্রুপের সাসটেইনেবিলিটির সিনিয়র ম্যানেজার মাশুক এম. চৌধুরী অংশ নেন।
আর দ্বিতীয় প্যানেল আলোচনায় আইডিএলসি ফাইন্যান্সের প্রধান মানবসম্পদ কর্মকর্তা আফরিন হুদা, রয়্যাল ডেনিশ দূতাবাস বাংলাদেশের সাসটেইনেবিলিটি এবং ভ্যালু চেইন উপদেষ্টা আলী আসরাফ খান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার তাসনুভা শেলি উপস্থিত ছিলেন।
জাতিসংঘ গ্লোবাল কম্প্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশের নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান সমাপনী বক্তব্যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য জরুরি যৌথ পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।