হোমিওপ্যাথিক বোর্ডের সঙ্গে টেলিটকের চুক্তি

বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী ও এর আওতাধীন সব মেডিকেল কলেজে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন করপোরেট ও ডিজিটাল সেবা দেবে টেলিটক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 June 2023, 02:25 PM
Updated : 8 June 2023, 02:25 PM

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের করপোরেট সেবা ব্যবহার করবে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড।

বৃহস্পতিবার টেলিটক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, মঙ্গলবার হওয়া দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির ফলে বোর্ডের সব কর্মকর্তা-কর্মচারী ও এর আওতাধীন সব মেডিকেল কলেজে সাশ্রয়ী মূল্যে বিভিন্ন করপোরেট ও ডিজিটাল সেবা দেওয়া হবে।

হোমিওপ্যাথিক বোর্ডের রেজিস্ট্রার কাম সচিব ডা. মো. জাহাঙ্গীর আলম এবং টেলিটকের অতিরিক্ত মহাব্যবস্থাপক (বিক্রয়, বিতরণ ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা বিভাগ) মো. সাইফুর রহমান খান এই চুক্তিতে সই করেন।

এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম ও সহকারী রেজিস্ট্রার ডা. অমিত রায় এবং টেলিটকের ব্যবস্থাপক (আইবি) মো. ফরিদ উদ্দীন, উপব্যবস্থাপক (করপোরেট সেলস) শহীদুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক (করপোরেট সেলস) কাজী মোহাম্মাদ এহসান উপস্থিত ছিলেন।