মোট খরচ হবে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা।
Published : 11 Jul 2024, 06:46 PM
সপ্তাহের ব্যবধানে ইউনিট প্রতি এক ডলার কম দামে এক কার্গো এলএনজি কিনতে যাচ্ছে সরকার।
বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিউ ১২ দশমিক ৫৮ ডালার মূল্যে এক কার্গো এলএনজি কেনার এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদের সচিব (সমন্বয় ও সংস্কার) মাহমুদ হোসাইন খান বলেন, সুইজারল্যান্ডের টোটাল এনার্জিস এই এলএনজি সরবরাহ করবে। মোট খরচ হবে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকা।
গত সপ্তাহে প্রতি ইউনিট ১৩ দশমিক ৫৫ ডলার করে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছিল, যাতে ভ্যাট-ট্যাক্সসহ খরচ পড়ে ৬০৯ কোটি ২৭ লাখ ৬৫ হাজার ৮৯৭ টাকা। এবারের কেনাকাটায় ইউনিটপ্রতি এক ডলার সাশ্রয়ের মাধ্যমে সরকারের খরচ কমেছে ২৫ কোটি ৭১ লাখ টাকা।
বৈঠকে আরেক প্রস্তাবে জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ৩০ হাজার টন ডিজেল আমদানির অনুমোদন দেওয়া হয়।
প্রতি ব্যারেলে ৫ দশমিক ৫০ ডলার প্রিমিয়াম এবং গত ২৮ জুনের রেফারেন্স মূল্য বিবেচনায় এই তেল কিনতে মোট খরচ হবে ২৩ দশমিক ১৯১ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় খরচ দাঁড়াচ্ছে প্রিমিয়ামসহ ২৭৩ কোটি ৬৭ লাখ টাকা।
ভারতের নুমালিগড় রিফাইনারির শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন হয়ে পার্বতীপুর ডিপোতে এই তেল আসবে।
সরকার বার্ষিক চাহিদা পুরণে প্রতি বছর যে তেল আমদানি করে, তার অর্ধেকটা আসে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে। বাকিটা স্পট মার্কেটের বিভিন্ন তালিকাভুক্ত ঠিকাদারদের কাছ থেকে কেনা হয়।
সচিব জানান, জিটুজি মেয়াদি চুক্তির আওতায় জুলাই থেকে ডিসেম্বরে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইসসহ ওমান, মালয়েশিয়া, থাইল্যান্ড, চীন, আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে ১৮ লাখ টন বিভিন্ন ধরনের জ্বালানি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে এদিন।
গত ২৮ জুনের রেফারেন্স প্রাইস বিবেচনায় নিয়ে বিভিন্ন জ্বালানির প্রিমিয়াম ঠিক করা হয়েছে।
তাতে দেখা যাচ্ছে, প্রতি টন ডিজেলের প্রিমিয়াম ৮ দশমিক ৮০ ডলার, জেটফুয়েল ১০ দশমিক ৮৮ ডলার, ফার্নেস অয়েল ৪৬ দশমিক ৭২ ডলার, অকটেন ৯ দশমিক ৮৮ ডলার এবং মেরিন ফুয়েল ৭৬ দশমিক ৮৮ ডলার।
সাতটি দেশ থেকে বিভিন্ন জ্বালানি তেল আমদানির জন্য প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস মিলিয়ে ১৮ লাখ টন পরিশোধিত জ্বালানি আমদানি মূল্য ধরা হয়েছে আনুমানিক ১৬ হাজার ৪৮৪ দশমিক ৪৫ কোটি টাকা।