২০১৬ সালে মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ তৈরি করেন।
Published : 28 Aug 2024, 05:04 PM
পাটের স্বর্ণযুগ ফেরাতে সোনালী ব্যাগ ‘অবদান রাখবে’ বলে আশা প্রকাশ করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
সোনালী ব্যাগের উদ্ভাবক মোবারক আহমদ খান বুধবার সচিবালায়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে উপদেষ্টা এ কথা বলেন।
সাখাওয়াত বলেন, "সোনালী ব্যাগ পরিবেশবান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে।"
এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের উপস্থিতিতে সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।
মন্ত্রণালয় বলছে, ২০১৬ সালে মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ তৈরি করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লিমিটেডের অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরির প্রকল্প নেওয়া হয়।
গতবছর এর গুণগতমান বাড়াতে 'বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট' এর অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।