বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, “আমরা যেন প্রাইসিংটা ঠিক রাখি এবং বাজারটায় নজরদারি রাখি সেটা বলেছেন। নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে বলেননি।”
Published : 20 May 2024, 10:05 PM
পণ্যের পর্যাপ্ত সরবরাহের পরও মূল্য বেড়ে যাওয়ায় বাজার মনিটরিং আরও জোরালো করতে বাণিজ্য প্রতিমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে এমন নির্দেশনা পাওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বৈঠকের আলোচ্য সূচি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, “বাজার মনিটরিংয়ের বিষয়ে জোরালোভাবে নজর দিতে বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয়কে মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠোরভাবে বলেছেন। বাজারে পণ্যের সরবরাহে কোনো সংকট না থাকা সত্ত্বেও পণ্যমূল্য বৃদ্ধির যে প্রবণতা দেখা যাচ্ছে, সেজন্য কঠোরভাবে বাজার মনিটরিং করতে বলেছেন।”
এ প্রসঙ্গে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত বিষয়টা হচ্ছে সামনে কোরবানির ঈদ আসতেছে। এসব ফেস্টিভাল আসলে অযৌক্তিকভাবে দাম বৃদ্ধির একটা প্রবণতা থাকে। আমরা যেন প্রাইসিংটা ঠিক রাখি এবং বাজারটায় নজরদারি রাখি সেটা বলেছেন। নির্দিষ্ট কোনো পণ্য নিয়ে বলেননি। সার্বিকভাবে বাজারে যেন অযৌক্তিকভাবে কোনো জিনিসের দাম না বাড়ে সেই নির্দেশ দিয়েছেন।”
দায়িত্ব নেওয়ার পর থেকেই বলে আসছেন বাজারে কঠোর নজরদারি আছে, সেই বিষয়টি মনে করিয়ে দিলে প্রতিমন্ত্রী বলেন, “যেহেতু রোজার মাসে ভালোভাবে মনিটরিং হয়েছিল, তাই মাননীয় প্রধানমন্ত্রী হয়ত উপলব্ধি করেছেন যে, মনিটরিংয়ে কাজ হয়। মনিটরিংটা করলে বাজার স্বস্তিতে থাকে।
“এজন্য নির্দেশ দিয়েছেন সামনে যে ঈদ আসছে, সেই ঈদকে সামনে রেখে মনিটরিং তৎপরতা যেন অব্যাহত থাকে। কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম না বাড়াতে পারে। সেই সাথে বাজারে যেন পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন থাকে। (মনিটরিং) আমাদের রেগুলোর কাজের অংশ। মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি বলাতে আমাদের উদ্দীপনা ও কর্মতৎপরতা বৃদ্ধি পাবে।”
প্রতিমন্ত্রী বলেন, “অনেক সময় মনে হয় যে, বেশি করতেছি নাকি কম করতেছি। অনেকে বলে যে, আমরা বাজারে এই করতেছি সেই করতেছি। এখন যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এখন আমাদের কাজ করতে আরও সুবিধা হবে।”