অ্যাপের পাশাপাশি ওয়েবসাইট থেকেও অনুদান দেওয়া যায়।
Published : 11 Apr 2023, 08:03 PM
ঈদ উপলক্ষে সামর্থ্যবান ব্যক্তিরা যে যাকাত-ফিতরা দিয়ে থাকেন, সেই অর্থ ২৬টি প্রতিষ্ঠানকে দেওয়া যাচ্ছে বিকাশের মাধ্যমে।
তাছাড়া সারাবছরই এসব প্রতিষ্ঠানকে অনুদান দিয়ে বিভিন্ন সামাজিক কর্মসূচিতে ভূমিকা রাখার সুযোগও মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা কোম্পানিটির গ্রাহকরা পাচ্ছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিকাশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বিদ্যানন্দ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, প্রথম আলো ট্রাস্ট, অভিযাত্রিক ফাউন্ডেশন, অ্যাকশনএইড বাংলাদেশ, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, শক্তি ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, ব্র্যাক, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট, ঢাকা আহ্ছানিয়া মিশন, এসওএস চিলড্রেন ভিলেজ বাংলাদেশ, আইসিডিডিআরবি, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, এসো সবাই, মজার ইশকুল, ফিলিস্তিন দূতাবাস ঢাকা, মির্জাপুর এক্স-ক্যাডেট্স অ্যাসোসিয়েশন, ফুড ফর অল-খুকুমনি ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, হিউম্যান এইড বাংলাদেশ, তাসাউফ ফাউন্ডেশন এবং মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুদান দিতে পারছেন বিকাশ গ্রাহকরা।
অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘অন্যান্য সেবাসমূহ’ অংশ থেকে ‘ডোনেশন’ আইকন নির্বাচন করতে হবে। যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করে নাম, ইমেইল আইডি ও অনুদানের পরিমাণ দিয়ে সাবমিট করতে হবে, বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
গ্রাহক চাইলে ‘পরিচয় দিতে অনিচ্ছুক’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারেন উল্লেখ করে বিকাশ বলেছে, পরের ধাপে পিন নম্বর দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর মিলবে প্রাপ্তি স্বীকারপত্র।
বিকাশ অ্যাপের পাশাপাশি গ্রাহক চাইলে ওয়েবসাইট থেকেও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনুদান বিকাশ করতে পারেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।