”পরিবহন খাত চালু হওয়ায় কাঁচামালের সংকট কেটে যাবে দু’একদিনের মধ্যেই,” বলেন বিজিএমইএ সভাপতি।
Published : 25 Jul 2024, 12:46 AM
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা মাত্রা ছাড়ালে চার দিন বন্ধ থাকার পর চালু হতে শুরু করেছে কলকারখানা; তবে পুরোদমে উৎপাদনে যেতে গ্রাম থেকে শ্রমিকদের ফেরার অপেক্ষা উদ্যোক্তাদের।
বুধবার ঢাকাসহ কয়েকটি শিল্পাঞ্চলের কারখানার কর্মকর্তারা বলেন, গত ১৭ জুলাই মহররমের ছুটির পরপরই সাপ্তাহিক ছুটিতে অনেক শ্রমিক গ্রামের বাড়িতে যান। এরমধ্যেই সংঘাত তীব্র আকার ধারণ করলে দেশজুড়ে কারফিউ শুরু হলে গ্রামে আটকা পড়েন তাদের বড় অংশ। এ কারণে পুরোদমে উৎপাদনে ফিরতে আরও কিছুটা সময় লাগবে তাদের। কাছাকাছি থাকা কর্মীদের নিয়েই কারখানা সচল করেছেন তারা।
এর সঙ্গে কিছু কারখানায় কাঁচামাল সঙ্কট থাকার তথ্যও মিলেছে। পণ্য পরিবহন ব্যবস্থা স্বাভাবিক হলে শিগগির সরবরাহের এ সঙ্কটও কেটে যাবে বলে আশা তাদের।
সাপ্তাহিক ছুটি শেষে নির্বাহী আদেশে তিন দিন বন্ধ থাকার পর এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল হলে সরকারিসহ সব অফিস খোলে। তৈরি পোশাক কারখানা খোলার সিদ্ধান্তও নেন উদ্যোক্তারা।
এগুলোর পাশাপাশি উৎপাদনে ফিরতে শুরু করেছে রপ্তানি ও অভ্যন্তরীণ বাজারে পণ্য সরবরাহকারী অন্য কলকারখানাও।
ঢাকার আশপাশে থাকা গাজীপুরের শিল্পাঞ্চল, সাভারের ইপিজেড ও চট্টগ্রামের কারখানা খুলেছে কোনো প্রকার বাধা ছাড়াই।
প্রথম দিনে উৎপাদনে ফেরা কোম্পানিগুলোর কর্মকর্তারা বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার আগেই বাকি কর্মীরা কাজে যোগ দিতে পারবেন। তখন পুরো সক্ষমতা ব্যবহার করতে পারবেন তারা।
বিজিএমইএ সভাপতি এসএম মান্নান কচি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘ঢাকায় থাকা শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। একটু সময় লাগলেও সব ঠিক হয়ে যাবে।
‘‘ইন্টারনেট চালু হওয়ায় আমরা বায়ারদের (ক্রেতা) সঙ্গে যোগাযোগ করতে পারছি। উৎপাদন কোন স্তরে আছে তা জানতে পারছেন তারা। পরিবহন খাত চালু হওয়ায় কাচামালের সংকট কেটে যাবে দু’একদিনের মধ্যেই।’’
গাজিপুরের শ্রীপুরের ধনুয়াতে সিরামিক উৎপাদনকারী আর এ কে সিরামিকস উৎপাদনে ফিরেছে কারফিউ শিথিল হওয়ার পরে।
সব শ্রমিক না ফেরায় কারখানার আশপাশে থাকা অর্ধেক জনবল নিয়েই বুধবার থেকে উৎপাদন শুরু হয়েছে জানিয়ে কোম্পানি সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘সব শ্রমিক কাজে আসেনি। যারা আশপাশে ছিল তাদের নিয়েই শুরু হয়েছে।
‘‘সিরামিক কারখানা চালাতে নিরবচ্ছিন্ন গ্যাস লাগে। আজ বেশি সময় মৃদু চাপ ছিল গ্যাসের। বেশিও ছিল মাঝে মাঝে। স্বাভাবিক হতে মনে হয় আরো দুই-তিন দিন লাগবে। আমাদেরও পুরো সচল হতে সময় লাগবে।’’
পাশের এলাকা জয়না বাজারে অবস্থিত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস ইস্পাত দিয়ে বাসা-বাড়িসহ বড় অবকাঠামো তৈরি করে। কারখানা চালু হওয়ার বিষয়ে কোম্পানি সচিব মোহাম্মদ সোহেল বলেন, ‘‘প্রথম দিন বিদ্যুতে কোনো সমস্যা ছিল না। কারখানা খুলেছে, আশা করি পরিস্থিতি কয়েক দিনের মধ্যে উন্নত হবে।’’
ময়মনসিংহের ভালুকায় অবস্থিত ওষুধ নির্মাতা কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালরেস কোম্পানি সচিব মোহাম্মদ শাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘কোম্পানির উৎপাদন চালু হয়েছে সরকারি নির্দেশনা পাওয়ার পর। প্রথম দিনে কারখানায় পৌঁছাতে যানজটের কারণে দেরি হয়েছে অনেক কর্মকর্তার। শ্রমিকরা কারখানা এলাকায় থাকায় তাদের সমস্যা হয়নি আসতে। বিদ্যুৎ স্বাভাবিক ছিল, পুরো উৎপাদনে যেতে কয়েকটা দিন লাগবে।’’
তবে চট্টগ্রামের উত্তর পাহাড়তলী এলাকায় হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেড শ্রমিক সংকটে ভোগেনি। শ্রমিক ও কর্মীদের একটি অংশ বিদেশি হওয়ায় তারা কারখানার আবাসনেই ছিলেন।
তবে গত কয়েকদিন বন্ধ থাকার পর প্রথম দিনে প্রয়োজনীয় কাঁচামালের অভাব ছিল এ কোম্পানির।
কোম্পানি সচিব মুহাম্মদ মুসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘পরিবহন চালু হওয়ায় কাঁচামাল সংকট কেটে যাবে। আবার পণ্য বানিয়ে তা তো ফেলে রাখা যাবে না। আমরাও পণ্য পাঠাতে পারিনি কয়দিনে, আশা করছি এখন আর সমস্যা হবে না।’’
সহিংসতাকে ঘিরে অচলাবস্থার মধ্যেও বিভিন্ন হাসপাতালে রাতের বেলা জরুরি অক্সিজেন সরবরাহ করতে পেরেছে লিন্ডে বাংলাদেশ। ঢাকার তেজগাঁও, নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে অক্সিজেন সরবরাহ করতে পেরেছে কোম্পানিটি।
কারফিউ শিথিল হওয়ায় দিনের বেলাতেও পরিবহন সহজ হবে বলে আশা কর্মকর্তাদের।
কারফিউ শিথিল হওয়া ও সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে ট্রাক চলাচল শুরু করেছে ঢাকা ও অন্যান্য শিল্পাঞ্চল থেকে।
সাধারণ সময়ে ঢাকার সবচেয়ে বড় ট্রাক টার্মিনাল তেজগাঁও এলাকায় দুই থেকে আড়াইশ ট্রাক ট্রিপের অপেক্ষায় থাকে। কারফিউ চলাকালে সেখানে চার হাজারের মত ট্রাক আটকে ছিল। ট্রাক শ্রমিক ইউনিয়নের নেতা শফিউদ্দিন আহমেদ বলেন, ‘‘রাস্তায় কোনো সমস্যা নাই। বুধবার রাতে অনেক ট্রাক মাল লোড করেছে বিভিন্ন এলাকায় “