শরৎকালীন এ মেলা তিন ধাপে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে।
Published : 05 Oct 2024, 09:44 PM
চীনে আয়োজিত বিশ্বের অন্যতম ইলেকট্রনিক্স পণ্যমেলা ’ক্যান্টন ফেয়ারে’ এবারও অংশ নিচ্ছে ওয়ালটন।
এ মেলায় চতুর্থবারের মতো অংশ নিয়ে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য প্রদর্শন করবে বাংলাদেশি ব্র্যান্ডটি।
আগামী ১৫ অক্টোবর থেকে চীনের গুয়াংজুতে শুরু হচ্ছে ’ক্যান্টন ফেয়ারে’ নামে পরিচিত ‘চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট’ নামের এ প্রদর্শনী বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে ওয়ালটন। শরৎকালীন এ মেলা তিন ধাপে নভেম্বরের ৪ তারিখ পর্যন্ত চলবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীর আন্তর্জাতিক প্যাভিলিয়ন অংশ নিতে মেগা প্যাভিলিয়ন থাকছে ওয়ালটনের। ইলেকট্রনিক্স অ্যান্ড হাউজহোল্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস ক্যাটাগরিতে ১৫ অক্টোবর শুরু মেলার প্রথম ধাপের পাঁচ দিনের প্রদর্শিত হবে তাদের পণ্য।
ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট ও ক্যান্টন ফেয়ারে ওয়ালটন প্যাভিলিয়নের প্রধান সমন্বয়ক আব্দুর রউফ বলেন, ওয়ালটন ইউরোপ আমেরিকাসহ বিশ্বের প্রধান প্রধান পণ্যমেলায় নিয়মিত অংশ নিচ্ছে। এই মেলায় প্রায় প্রতিটি দেশ থেকেই ছোট-বড় মিলিয়ে কয়েক লাখ ব্যবসায়ী ও ক্রেতা আসেন।
ক্যান্টন ফেয়ারে আসা ক্রেতা-দর্শনার্থীদের নজর কাড়তে চীন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশে প্রচারণা চালানোর কথা বলেছে ওয়ালটন।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ৬৭ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এ প্রদর্শনী।