করমুক্ত আয়সীমা আগের মতোই

ব্যব্সায়ী সংগঠনসহ বিভিন্ন মহলের দাবি করলেও তাতে সাড়া মেলেনি, আগামী অর্থছরেও ব্যক্তি খাতে করমুক্ত আয়ের সীমা আগের মতোই থাকছে।

প্রধান অর্থনৈতিক প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2019, 02:16 PM
Updated : 13 June 2019, 03:17 PM

অর্থাৎ যাদের বার্ষিক আয় ২ লাখ ৫০ হাজার টাকার কম, তাদের কোনো কর দিতে হবে না।

করমুক্ত আয়সীমা এবার সাড়ে ৩ লাখ টাকা করার দাবি জানিয়েছিল এফবিসিসিআইসহ ব্যবসায়ীদের সংগঠনগুলো। তাদের যুক্তি ছিল, গত চার বছর ধরে করমুক্ত আয়ের সীমা একই অবস্থায় রয়েছে। মানুষের জীবনযাত্রার ব্যয় ও মূল্যস্ফীতি বিবেচনায় তাতে পরিবর্তন আনা প্রয়োজন।

কিন্তু বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় এই হার অপরিবর্তিত রাখার প্রস্তাব রাখেন। তিনি যুক্তি দেখিয়েছেন, এই সীমা বাড়ানো হলে অনেকই করের আওতার বাইরে চলে যাবেন, ফলে সরকারের রাজস্ব আদায় কমে যাবে।

২০১৫-১৬ অর্থবছরে ব্যক্তি শ্রেণির ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ টাকা থেকে বাড়িয়ে ২ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছিল।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কোম্পানি ব্যতীত অন্যান্য শ্রেণির করদাতাদের করমু্ক্ত আয়সীমা বিগত কয়েক বছর যাবত ২ লাখ ৫০ হাজার টাকায় নির্ধারিত আছে। মহিলা করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা। এছাড়া অন্য কিছু ক্যাটাগরিতে করমুক্ত আয়সীমা আর একটু বেশি।

“যে সব মানদণ্ডে বিগত কয়েক বছর যাবত করমুক্ত আয়সীমা অপরিবর্তিত আছে, এ বছরেও সেগুলোর তেমন কোনো পরিবর্তন হয়নি।”

অর্থমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশে করমুক্ত আয়সীমা মাথাপিছু আয়ের ২৫ শতাংশের কম। অনেক দেশে করমুক্ত কোনো আয়সীমা নেই। উন্নয়নশীল দেশগুলোতে করমুক্ত আয়সীমা মাথাপিছু আয়ের সমান বা তার চেয়ে কম।

বাংলাদেশে বর্তমানে করমুক্ত আয়সীমা মাথাপিছু আয়ের দেড়গুণের বেশি জানিয়ে মুস্তফা কামাল বলেন, “এ অবস্থায় করমুক্ত আয়সীমা আরও বাড়ালে বিদ্যমান করদাতাদের অনেকেই করের আওতার বাইরে চলে যাবেন। এতে করভিত্তি সংকুচিত হবে।”

কোম্পানি ব্যতীত অন্যান্য শ্রেণির করদাতাদের ক্ষেত্রেও করহার গত কয়েক বছর ধরে অপরিবর্তিত থাকার বিষয়টি জানিয়ে তিনি বলেন, “করদাতারা এ কর হারে কর প্রদানে অভ্যস্ত হয়েছেন। এসব বিবেচনায় আমি কোম্পানি ব্যতীত অন্যান্য শ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা, করহার ও নূন্যতম কর অপরিবর্তিত রাখার প্রস্তাব করছি।”

করমুক্ত আয়সীমা

করদাতা

বিদ্যমান (টাকা)

প্রস্তাবিত (টাকা)

সাধারণ করদাতা

২ লাখ ৫০ হাজার

অপরিবর্তিত

নারী ও ৬৫ বছর বা তার বেশি বয়সের করদাতা

৩ লাখ

অপরিবর্তিত

প্রতিবন্ধী ব্যক্তি করদাতা

৪ লাখ

অপরিবর্তিত

গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতা

৪ লাখ ২৫ হাজার

অপরিবর্তিত

কার জন্য কেমন কর

মোট আয়

বিদ্যমান কর হার

প্রস্তাবিত করহার

প্রথম ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত মোট আয়ের ওপর

শূন্য

অপরিবর্তিত

পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর

১০ শতাংশ

অপরিবর্তিত

পরবর্তী ৫ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর

১৫ শতাংশ

অপরিবর্তিত

পরবর্তী ৬ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর

২০ শতাংশ

অপরিবর্তিত

পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর

২৫ শতাংশ

অপরিবর্তিত

অবশিষ্ট মোট আয়ের ওপর

৩০ শতাংশ

অপরিবর্তিত