সংশোধিত বাজেট: ব্যয় কমেছে ৬২৬৯ কোটি টাকা

বিদায়ী ২০১৩-১৪ অর্থ বছরের ২ লাখ ১৬ হাজার ২২২ কোটি টাকার সংশোধিত বাজেট অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।

সংসদ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2014, 04:05 PM
Updated : 9 June 2014, 05:07 PM

মূল বাজেট ছিলো ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

৩৫টি মন্ত্রণালয় বা বিভাগ অধিক খরচ করায় মোট ৮ হাজার ৬৬ কোটি ২৫ লাখ ৭৯ টাকার সম্পূরক বাজেট ‘নির্দিষ্টকরণ বিল-২০১৪’ আকারে সোমবার সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উত্থাপন করলে সংসদ তা অনুমোদন করে।

একই সময়ে ২৩টি মন্ত্রণালয় বা বিভাগ ১৮ হাজার ৫৮৯ কোটি ৭১ লাখ টাকা কম খরচ করেছে।

এর ফলে সংশোধিত বাজেটের আকার ৬ হাজার ২৬৯ কোটি টাকা কমলেও ঘাটতি বেড়ে হয়েছে ৫৯ হাজার ৫৫১ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ।

মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ৫৫ হাজার ৩২ কোটি টাকা, যা ছিল জিডিপির  ৪ দশমিক ৬ শতাংশ।

সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার কাটছাঁট করে ৬০ হাজার কোটি টাকা করা হয়েছে।

সংশোধিত বাজেটে সরকারের ঋণ বৃদ্ধি পেয়ে হয়েছে ৫৩ হাজার ৫৯৫ কোটি টাকা, মূল বাজেটে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ৪৮ হাজার ৩৬২ কোটি টাকা। তবে বৈদেশিক ঋণ/সাহায্য কমে গেছে।

অভ্যন্তরীণ খাতের ঋণ বেড়েছে। শুধু ব্যাংক খাত থেকেই সরকারকে ঋণ করতে হচ্ছে ২৯ হাজার ৯৮২ কোটি টাকা। মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার ৯৯৩ কোটি টাকা।

৩৫টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য সম্পূরক অর্থায়ণ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রীরা সংসদে ৩০টি দাবি উত্থাপন করেন। এর বিপরীতে বিরোধী দল জাতীয় পার্টি কোনো ছাঁটাই প্রস্তাব দেয়নি।

তবে স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী ২৭ টি ছাঁটাই প্রস্তাব দেন। যদিও তা কণ্ঠভোটে নাকচ হয়।