বোতলজাত পানিতে কর আরোপ না করার আহ্বান

বোতলজাত পানির ওপর কোনো ধরনের কর আরোপ না করার দাবি জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম।

সংসদ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2014, 03:56 PM
Updated : 18 June 2014, 03:56 PM

বুধবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রতি এই সুপারিশ রাখেন সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী।

রফিকুল ইসলাম বলেন, “বোতলজাত বিশুদ্ধ পানির ওপর কোনো ট্যাক্স নেবেন না। পানি আমাদের মুসলমানদের অধিকার। আমরা মিনারেল ওয়াটার চাই না। বোতলজাত বিশুদ্ধ পানির ওপর কোনো ট্যাক্স আরোপ করবেন না। যেটুকু আছে, সেটাও প্রত্যাহার করুন।”

২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বলা হয়েছে, ব্যান্ডরোল প্রথার মাধ্যমে বোতলজাত পানি উৎপাদক প্রতিষ্ঠান যে পরিমাণ অর্থ মূসক দেবে, তার ওপর ভিত্তি করে সরকারকে ৩ শতাংশ হারে অগ্রিম কর দিতে হবে।

শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন আমদানির দাবি জানিয়ে এক্ষেত্রে কর কমানোর প্রস্তাবও দেন রফিকুল।

“বাংলাদেশে প্রায় ৮ মাস গরম থাকে। গরমের দুঃসহ যন্ত্রণা থেকে মানুষকে বিশেষ করে নারী ও শিশুদের রক্ষা করতে সকল পাবলিক ট্রান্সপোর্ট এসি করতে হবে।”

“আপনি একটি টার্গেট নেন। আগামী ২-৩ বছরের মধ্যে কোন নন এসি বাস আমদানি করবেন না,” অর্থমন্ত্রীকে বলেন তিনি।

ইংরেজি মাধ্যম স্কুলের ওপর আরোপ করা প্রস্তাবিত মূসক প্রত্যাহারেরও দাবি জানান রফিকুল ইসলাম ।

বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানোর দাবি করে তিনি বলেন, “স্বাস্থ্য সেবায় দ্বিগুণ অর্থ ব্যয় করতে হচ্ছে। সাধারণ হাসপাতালে কিছুটা হলেও স্বাস্থ্য সেবা পাওয়া যায়। বিশেষায়িত হাসপাতালে দরিদ্র ও মধ্যবিত্ত জনগোষ্ঠী চিকিৎসা পাচ্ছে না।”