‘আর কতদিন এমন করি পানিত থাকবো?’

পানিবন্দি জীবনের দুর্ভোগের কথা।

জে এম আলী নয়নজে এম আলী নয়ন
Published : 25 June 2022, 02:21 PM
Updated : 25 June 2022, 02:21 PM

"চুলা জ্বালবার পারি না। ঘরের সউগ (সব) তলে আছে। ছাওয়ার ঘরক (বাচ্চাদের) নিয়া খুব কষ্টে দিন পার করবার নাগছি। আর কতদিন এমন করি পানিত থাকবো, কী খাবো?"


প্রায় এক সপ্তাহ ধরে পানিবন্দি জীবনের দুর্ভোগের কথা এভাবেই বলছিলেন কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর ভগবতীপুর গ্রামের জোহরা খাতুন।