বাংলায় এসইও শেখার বই ‘মাস্টারিং এসইও’

প্রতীক আহমেদ
Published : 26 Jan 2020, 11:37 AM
Updated : 26 Jan 2020, 11:37 AM

ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) গুরুত্ব অনেক বেশি এবং ভবিষ্যত উজ্জল। কিন্তু এসইও কাজ করার পূর্বে আপনাকে এসইও সম্পর্কে ভালভাবে জানতে এবং বুঝতে হবে। কাজটি শিখে  নিজের ওয়েবসাইট, ক্লায়েটের ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সিং করতে পারবেন অনেকেই। 'মাস্টারিং এসইও: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের বেসিক টু অ্যাডভান্স গাইডলাইন' বইটিতে ওয়েবসাইটকে কীভাবে সার্চ ইঞ্জিনের প্রথমের দিকে নিয়ে আসা যায় তা নিয়ে সঠিক গাইডলাইন রয়েছে। বইটি লিখেছেন মাজহারুল হক।

বইটিতে ১০টি অধ্যায়ে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় ভিত্তিক বর্ণনা করার পাশাপাশি ছবির মাধ্যমে দেখানোরও চেষ্টা করা হয়েছে।

ব্যক্তিগতভাবে মাজহারুল হক এসইও ফিল্ডে কাজ করছেন গত ৬ বছর ধরে। তিনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে ইতোপূর্বে যতগুলো প্রজেক্ট সম্পন্ন করেছেন সে সকল অভিজ্ঞতা এই বইটিতে পাঠকদের সাথে শেয়ার করার চেষ্টা করেছেন।