চিকুনগুনিয়া হা হা হা!!

রুবায়েত হাসান
Published : 17 July 2017, 09:02 PM
Updated : 17 July 2017, 09:02 PM

চিকুনগুনিয়া হা হা হা!!  এ আবার কেমন রোগ? মানুষের কোনো মৃত্যু নাই! স্বাস্থমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কোনো দায় নাই …..নগর মেয়র বলেন, বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়া যায়, কিন্তু, মানুষের বাড়ি বাড়ি গিয়ে, মশা মারা?…. সে কি মেয়র কে শোভা পায়? হায় হায় কি উপায়? জীবনের মূল্য যে দেশে পাখির পালক তুল্য হায়, সেখানে জীবনের যন্ত্রণার মূল্য কি গুরুত্ব পায়?

চিকুনগুনিয়া হা হা হা ! এ আবার কেমন রোগ? মানুষের কোনো মৃত্যু নাই! কিন্তু ……কিন্তু হাড়ে হাড়ে যন্ত্রনা? পেটে ভাত? সন্তানের পড়াশুনা? গুরুত্বপূর্ণ কাজ? অফিস কামাই? জিডিপি? কে করে বালাই?

চিকুনগুনিয়া হা হা হা ! বাবা, মা, সন্তান অথবা বুড়ো, বুড়ি, শিশু …..কেউ দেখবার নাই? যদি কাজে না যাই ….. মাস শেষে চেক অথবা নগদ …..কোথায় ভরসা পাই!

চিকুনগুনিয়া হা হা হা ! যার কোনো চিকিৎসা নাই !  শুধু মশা প্রতিরোধ করা চাই ! চাই সদিচ্ছা আর দায়িত্ববোধের পরিচয়….চাই সম্মিলিত উদ্যোগ ….চাই স্বাস্থমন্ত্রী আর নগর মেয়র……চিকিৎসক কিংবা পরিসংখ্যানবিদ….. প্রতিশ্রুতি দিয়ে একই পাত্রে করছেন ভোগ …….