Published : 30 Sep 2016, 12:43 AM
শরতের গাঢ় নীল আকাশ মাথায় নিয়ে বুক উঁচিয়ে সটান দাঁড়িয়ে থাকিয়ে সবুজাভ বৃক্ষ।
রূপসী সাদা মেঘ নিজেকে সাজায় বিচিত্র বহুরূপে। বলেঃ
হা বৃক্ষ! এইতো আমি আছি তোমারই সুশীতল ছায়া হয়ে…
নাম আমার বাংলাদেশ! আমি তোমার পরাণসখা!
…………
ছবিটি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া থেকে তোলা।
২৯ সেপ্টেম্বর ২০১৬।